মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ জর্জ অরওয়েল (উপন্যাস – ১৯৮৪)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
যত পূর্ণভাবেই আত্মসমর্পণ করো না কেন উইনস্টন, নিজেকে তুমি কখনোই বাঁচাতে পারবে না। ইতিপূর্বেও একবার যে নষ্ট হয়েছে, তাকে কখনোই ছেড়ে দেওয়া হয়নি।
এমনকি যদি তোমাকে আমরা মুক্ত করেও দেই, তারপরও তুমি আমাদের কাছ থেকে পালাতে পারবে না। এখানে তোমার ক্ষেত্রে যা ঘটবে, তা চিরকাল স্থায়ী হবে। এটি তোমাকে আগে থেকেই বুঝতে পারতে হবে। আমরা তোমাকে এমনভাবে গুড়িয়ে দেবো যে তোমার ফিরে আসার কোনোই উপায় থাকবে না। তুমি যদি হাজার বছরও বাঁচো, তবুও যা কিছু ঘটেছে, সেটা হতে তুমি মুক্তি পাবে না।
কখনোই আর তুমি সাধারণ মানুষের মতো ভাবতে পারার যোগ্যতা ফিরে পাবে না। তোমার ভেতরের সবকিছুই মরে যাবে। কখনোই তুমি আর সমর্থ হবে না ভালোবাসতে, বন্ধুত্ব করতে, আনন্দের সাথে বাস করতে, হাসতে বা ঔৎসুক্য প্রকাশ করতে, সাহস অথবা ব্যক্তিত্ব প্রদর্শন করতে।
তুমি হবে ফাঁপা। আমরা তোমাকে চাপ দিয়ে শূন্য করে ফেলব, এবং তারপর ভরে দেবো আমাদের সত্তা দিয়ে।
সূএ : ডেইলি-বাংলাদেশ