ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া থেকে তেল না কিনতে ইউরোপীয় নেতাদের চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চীনের উপরেও অর্থনৈতিক চাপ তৈরি করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’ এর ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প।
এ সময় ট্রাম্প বলেন, রাশিয়া থেকে ইউরোপের দেশগুলো তেল না কিনলেই যুদ্ধের অবসান হবে। কারণ, জ্বালানি বিক্রির টাকা থেকেই মস্কো যুদ্ধের জন্য মূলধন পাচ্ছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, মার্কিন প্রশাসন সংঘাত বন্ধে আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য তার মিত্রদের উপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরেই পুতিনের দেশ থেকে জ্বালানি আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপ। ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে সেই আমদানি বন্ধ করার কথা ভাবা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাবও নেওয়া হয়েছে ইউরোপের পক্ষ থেকে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুধু রাশিয়াকেই অর্থনৈতিক ভাবে দুর্বল করার কথা বলেলনি ট্রাম্প। চীনের উপরেও অর্থনৈতিক চাপ তৈরি করার জন্য ইউরোপের নেতাদের ‘আহ্বান’ জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য রাশিয়াকে ‘বিশেষ ইন্ধন’ জোগাচ্ছে চীন।সূত্র : সিএনএন।