ফাইল ছবি
অনলাইন ডেস্ক : প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে আমির খানের। তবে, ভালোবেসেই বিয়ে করেছিলেন ওরা। এমনকি প্রথম দুই বছর বিয়ের খবর চেপে রেখেছিলেন তারা। আমির খান যখন রিনাকে বিয়ে করেন, তখন সুপারস্টার হননি তিনি। বিয়েতে খরচ হয়েছিল মাত্র ১০ টাকা। জানেন কি, এই দুইজনের বয়সের ফারাক কত?
আমির যখন বিয়ে করেন, তখন তার বয়স মাত্র ২১ বছর। রিনার বয়স তখন ১৯ বছর। আমিরের থেকে বছর দুয়েকের ছোট তিনি। অথচ এই মুহূর্তে আমিরকেই ছোট লাগে বলে দাবি নেটিজেনদের। তারা যে বিয়ে করছেন, সেই খবর পরিবারের কাছেও গোপন রেখেছিলেন আমির ও রিনা।
সেই সময় ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এর শুটিং করছিলেন আমির। ওটিই তার প্রথম সিনেমা। জুহি চাওলার সঙ্গে প্রেমের সিনেমা, আমির দেখতেও ছিলেন অপূর্ব সুন্দর… তার বিয়ের কথা জানাজানি হলে দর্শক যদি জুহি ও তার রসায়ন নিতে না পারেন, সে কারণেই বিয়ের কথা না জানানোর সিদ্ধান্ত নেন আমির।
তবে পরিবারের কাছে সত্যি বেশিদিন চেপে রাখতে পারেননি তারা। জেনে ফেলেন আমিরের বোন। ব্যাস, পরিবারের বাকিদের জানতেও বেশি সময় লাগে না। এ ঘটনা শুনে অবাক হয়ে যায় আমিরের পরিবার। তবে কিছুদিনের মধ্যেই রিনাকে বাড়ির বউ হিসেবে মেনে নেন তারা। প্রধান সমস্যা দেখা যায় রিনার বাড়িতে। মেয়ে লুকিয়ে ভিন্নধর্মীকে বিয়ে করেছেন শুনে অসুস্থ হয়ে পড়েন রিনার বাবা। তাকে ভর্তি করতে হয় হাসপাতালে।
ওই সময়টা যদিও রিনার পরিবারকে আগলে রেখেছিলেন আমির। আর সেই কারণে অচিরেই তিনি হয়ে ওঠেন দত্ত পরিবারের আদরের জামাই। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। যদিও বছর কয়েক আগে ভেঙেছে সেই বিয়েও। বিচ্ছেদ হলেও প্রথম এবং দ্বিতীয় স্ত্রী অর্থাৎ রিনা ও কিরণের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আমিরের।