ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার কলমাকান্দায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় পাঁচ বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আজ সকালে হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আহাম্মদ হোসেনের ছেলে। শিশু আব্দুল্লাহ মায়ের সঙ্গে নানার বাড়ি হীরাকান্দায় বেড়াতে এসেছিল।
পুলিশ তাৎক্ষণিকভাবে আটক ট্রাকচালকের নাম-পরিচয় জানাতে পারেনি।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা- সড়কের হীরাকান্দা এলাকায় এ ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই মো. নজমূল হুদা জানান, শিশুটি তার নানার বাড়ির সামনে হেঁটে সড়ক পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আব্দুল্লাহ।
পরে স্থানীয়রা এই ট্রাক ও তার চালককে পুলিশে দেয়।