ইউক্রেন থেকে রুশ সেনাদের নিজেদের ঘাঁটিতে ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।
আল জাজিরা জানায়, জাতিসংঘের মহাসচিব সাংবাদিকদের বলেছেন, ‘জাতিসংঘের জন্ম হয়েছে যুদ্ধের অবসানের জন্য। আজ পর্যন্ত তা অর্জিত হয়নি। তবে আমরা কখনো হাল ছাড়ব না। শান্তিচুক্তির বিষয়ে আমাদের আরেকটি সুযোগ দিতে হবে।
এর কিছুক্ষণ পরে, ইউক্রেনে হামলা বন্ধ করে রাশিয়ান সৈন্যদের ব্যারাকে ফিরে যেতে বলেন তিনি।
যুদ্ধবিরতির বিষয়ে আরেকটি সুযোগ দেওয়া হবে। তবে শান্তিচুক্তির এই খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।
এর আগেও আন্তেনিও মানবতার দোহাই দিয়ে রাশিয়াকে ইউক্রেনে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিলেন। যদিও তার আহ্বানকে পাত্তা দেইনি রাশিয়া। বরং নিজেদের আঞ্চলিক নিরাপত্তা অক্ষুণ্ন রাখতেই আগ্রহী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।