আবু মুসা মোহন,বিশেষ প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুর স্টিল ব্রিজ সংলগ্ন খাশের হাট রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিনই সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে তৈরি হয় কাদা ও গর্ত, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে জনসাধারণের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অতিদ্রুত রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।