আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি-: রায়পুর নতুন বাজার এলাকা হইতে মহিলা কলেজ পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ জনগণ ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পরিণত হয় বড় বড় জলাবদ্ধ গর্তে, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থার কোনো উন্নয়ন হয়নি। ফুটপাথে ব্যবসা করলেও সড়কে জলাবদ্ধতা এবং কাদামাটি জমে থাকার কারণে ক্রেতাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। এতে বাজারের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাজারের দোকানীরা বলেন, রবি ও বৃহস্পতিবারহাট বসে “হাটের দিন যখন ক্রেতা আসে, তখন রাস্তায় পানি আর কাদা দেখে অনেকে বাজারে না এসেই ফিরে যায়।”
এলাকাবাসী দাবি করছেন, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত এই রাস্তার মেরামতের উদ্যোগ গ্রহণ করেন।
নতুন বাজার হইতে মহিলা কলেজ পর্যন্ত রাস্তাটি গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকা হওয়ায়, এই সড়কটি দ্রুত সংস্কার না করলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সবাই।
আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।
Facebook Comments Box