আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- রায়পুর থেকে খেজুরতলা পর্যন্ত রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাজুড়ে বড় বড় গর্ত, ভাঙাচোরা কার্পেটিং এবং কাদামাটিতে পথচলা যেন এক ভয়াবহ যন্ত্রণা।
প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তায় চলাচল করে—স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও কৃষকসহ সাধারণ জনগণ। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন এই রাস্তা দিয়ে হেঁটে চলা বা যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ও দুর্ভোগে পড়তে হচ্ছে।
তাদের দাবি, দ্রুত এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।