আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি-: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ তিন মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের।
সরকার ঘোষিত প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যে অন্তত ২৫ ধরনের ওষুধ সরবরাহ করার কথা। কিন্তু রায়পুর উপজেলার ক্লিনিকগুলোতে সেই ওষুধ এখন নেই। ফলে সাধারণ সর্দি-জ্বর থেকে শুরু করে নানান রোগের প্রাথমিক চিকিৎসার জন্য রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না।
রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের এক রোগী অভিযোগ করে বলেন, ক্লিনিকে আসি, কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না। শুধু নাম লিখে চলে যেতে হয়। বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে।”
এমন ভোগান্তিতে পড়ে হতাশ সাধারণ মানুষ। তাদের অভিযোগ—গ্রামের গরিব মানুষ ওষুধের জন্য সরকারি ক্লিনিকের উপর নির্ভর করে থাকেন, কিন্তু এখন তা থেকেও বঞ্চিত হচ্ছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানায়, বরাদ্দ না থাকায় ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কবে নাগাদ সংকট দূর হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, রায়পুরের কমিউনিটি ক্লিনিকগুলোতে দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করে জনগণের স্বাস্থ্যসেবা সচল করতে হবে।