আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি: রায়পুরে কৃষি উন্নয়নে উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহেলা সুলতানার দিক নির্দেশনায় বিভিন্ন এলাকায় কৃষি বাগান গড়ে তোলার কাজ জোরদার হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে ফলন বৃদ্ধির জন্য কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করছেন তিনি।
স্থানীয় সৌদি প্রবাসী মারুফ হাওলাদার জানান, শাহেলা সুলতানার তত্ত্বাবধানে তারা উন্নতমানের সবজি, ফল ও বিভিন্ন ফসলের চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এর ফলে কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং স্থানীয় বাজারে কৃষি পণ্যের চাহিদা বাড়ছে।
কৃষি বিভাগ জানায়, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে রায়পুরে কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতাও নিশ্চিত হবে।