ছবি সংগৃহীত
রাজশাহীতে প্রাইভেটকার থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে ছাত্ররা। শনিবার (১০ আগস্ট) রাতে নগরীর রেলগেট এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করেন তারা। পরে ওই ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করে ছাত্ররা।
গ্রেফতার ওই ব্যক্তি নগরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা হোসেন মিয়া (৩০)।
রাজশাহী-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীতে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার সময় রাতে রেলগেইট এলকায় একটি গাড়ি তল্লাশি করে। এ সময় একটি প্রাইভেটকারের পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, এই ঘটনায় তার বিরুদ্ধে রাতেই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সূএ:জাগোনিউজ২৪.কম