সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক::সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ রবিবার রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এছাড়া, ওই এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।
আজ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন- ২০২৪/২৫ প্রত্যক্ষ করেন।
এ সময় সেনাবাহিনী; নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়াসহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।