রাজনীতির সংস্কৃতিতে বিএনপি শুধু দেয়াল তুলেছে, সেতু তৈরির চেষ্টা করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি। তারপরও খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর শেখ হাসিনা তার বাড়িতে গেছেন। ঘরের দরজা, বাইরের গেট সব বন্ধ করে দিয়েছে। ইস ইট ডেমোক্রেসি? (এটা কি গণতন্ত্র)। অপমান করে তাকে বের করে দেওয়া হয়েছে। আমাদের দোষটা কোথায়?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের চেষ্টা আছে। খালেদা জিয়ার বাড়িতে সেদিন নেত্রী গেছেন। হয়তো সেদিন কিছু কথাবার্তা হতে পারত। গণভবনে শেখ হাসিনা তাকে ডেকেছেন। আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে যদি তিনি আসতেন, তাহলে গণতন্ত্রের পথে নতুন দুয়ার খুলে যেতে পারত। তারা শুধু ওয়াল তুলেছে, ব্রিজ তৈরি করার চেষ্টা করেনি।
রাজনীতির সংস্কৃতির পরিবর্তন শুধু একটা দল পারবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও চাই না রাজনৈতিক সংস্কৃতির বিষোদগার, পাল্টা বিষোদগার, পাল্টাপাল্টি। এটার জন্য সবাইকে আন্তরিক হতে হবে।
সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় আমরা রাজপথে থাকব। মাঠে থাকব। সতর্ক অবস্থান নিয়ে থাকব।
সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।