ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে জনগণের শক্তির ওপর আস্থা এবং বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে এই মতবিনিময় অনুষ্ঠান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বর্তমান ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহাসয়তা করবে-যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশল শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের বলছি, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন, জনগণের শক্তির ওপর আস্থা এবং বিশ্বাস রাখুন।
জন্মাষ্টমীর মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান , অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন , বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় ,চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার , গণ ফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী , ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অপর্ণা রায়, নির্বাহী কেন্দ্রীয় কমিটি সদস্য দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সহ সভাপতি জয়দেব জয়, তপন চন্দ্র মজুমদার সহ অনেকে।