ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানী ডেমরা কাভার্ডভ্যানের ধাক্কায় হৃদয় (৩০) নামের আরেক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে। আজ সকাল পৌনে ৭টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আহত হলেন নাজমুল (৪৫), বাবু (২৩), শারফিন (৬০)। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, সকালে ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে একটি কাভার্ডভ্যান তেল শেষ হয়ে যাওয়ায় দাঁড়িয়েছিল। এ সময় চালক হৃদয় কাভার্ডভ্যানের পিছনে দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিল। এদিকে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে আরেকটি একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে হৃদয় ঘটনাস্থলে মারা মারা যান। এ সময় আহত হয় ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের চালক নাজমুল (৪৫), তার হেলপার শারফিন (৫০) ও বাবু (২৩)।