রাজধানীর পয়ঃবর্জ্যের সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য প্রতিটি বাসা-বাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে অন্তত দুটি সেপটিক ট্যাংক থাকতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ‘নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা: আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে আইন ও বিধি-বিধান লংঘন করে অপরিকল্পিতভাবে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ঢাকা শহরের ৯৯ শতাংশ অবকাঠামোয় নিয়মের ব্যত্যয় আছে। রাজধানীর অধিকাংশ বাসা-বাড়িতে সেপটিক ট্যাংক নেই। তারা সুয়ারেজ লাইন খাল ও লেকে সরাসরি দিয়ে দেন। সেপটিক ট্যাঙ্ক ছাড়া ভবনের নকশার অনুমোদন না দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘একসময় সরকারের পরিকল্পনা ছিল দাশেরকান্দির স্যুয়ারেজ প্ল্যান্টের সঙ্গে পুরো ঢাকা শহরের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থার সংযোগ তৈরি করা, এখন যেটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
এ বিষয়ে সরকারের বিকল্প পরিকল্পনার কথা তুলে ধরে এলজিআরডিমন্ত্রী বলেন, ‘যেমন প্রত্যেকটা বাড়িতে একটি করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকবে। সেখান থেকে বর্জ্য প্রক্রিয়াকরণ হয়ে যেটা অবশিষ্ট থাকবে, সেটা নির্ধারিত ডাম্পিং স্টেশন থেকে ময়লার গাড়ি সেটা ট্রিটমেন্ট প্লান্টে দিয়ে আসবে।’
কর্মশালায় রাজধানী ঢাকাকে বসবাস উপযোগী করতে হলে নিজের উদ্যোগে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।