রাজধানীর পল্টনে পিকআপভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। পুলিশ পিকআপটি জব্দ করেছে। চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় নিশ্চিত হতে আঙ্গুলের ছাপ নিয়ে চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক একজন ভবঘুরে। রাতে রাস্তা পার হতে গেলে দ্রুতগতির পিকআপটিকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।