সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর ১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় মোল্লা বস্তির বাসিন্দারা। আজ বেলা ১১টার দিকে বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি এর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। যান চলাচল স্বাভাবিক করতে ডিসির (ট্রাফিক মিরপুর) নির্দেশে টিম ট্রাফিক মিরপুর বিভাগ কাজ করছে।
এর আগে, গত ১১ জানুয়ারি মোল্লা বস্তির বাসিন্দারা উচ্ছেদ আতঙ্কে সড়ক অবরোধ করেন। যার কারণে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।