ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার সকাল ৯টায় মহাসমাবেশের আয়োজন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—২০১৩ সালের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচার, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা, সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধের জোর দাবি।
মহাসমাবেশে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)। এছাড়াও এতে বক্তব্য রাখবেন দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। এ মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক ও যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।