ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর ৩০০ ফিটে মুরগির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা লাগার ঘটনায় মো. সাকিবুল হাসান সাকিব (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিন জন।
নিহত সাকিব নরসিংদী শিবপুর আশরাফিয়া মাদ্রাসার (হাফেজী) শিক্ষার্থী ছিল। আহতরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা হযরত আলীর ছেলে রিয়াজ (৩০), লিটনের ছেলে দিপু (২৩) ও গাড়িটির চালক আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন বাবু (২৪)।
আজ ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে সাতটায় সাকিবকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের বাবা জানান, রবিবার ভোরে ঢাকার তেজগাঁও থেকে নরসিংদীর রায়পুরাগামী মুরগির খালি গাড়িতে ছেলে সাকিবকে তুলে দেই। রুপগঞ্জ থানাধীন তিনশো ফিট সড়কে ফুটওভার ব্রিজের নিচে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা সবাই আহত হয়। পরে হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। তিন ভাইয়ের মধ্যে সাকিব ছিল বড়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত সাকিবের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।