সংগৃহীত ছবি
রাজধানীর আজিমপুরে সড়ক দুর্ঘটনায় সানোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি বাসের চালকের সহযোগী ছিলেন বলে জানা গেছে। নিহত সানোয়ার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
আজ(২০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এএসআই মো. মাসুদ জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।