ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : রাজধানীর ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ওবায়দুল ইসলাম (৪২)। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে। তার নাম লাবিব। তাদের বাড়ি যাত্রাবাড়ির মাতুয়াইল দক্ষিণ পাড়া মুন্সিবাড়ি এলাকায়।
আজ সকাল পোনে আটটার দিকে এই ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় জীবন নামে এক পথচারী তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বাবা ওবায়দুলকে মৃত ঘোষণা করা হয়। আর ছেলে লাবিবকে ভর্তি করা হয়েছে।
জীবন নামের ওই পথচারী বলেন, “সকালে অফিসের যাওয়ার সময় ডেমরা মীরপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি অসিম পরিবহনের একটি বাসের সামনে মোটরসাইকেল পড়ে আছে। তার পাশে রক্তাক্ত অবস্থায় দু’জন পড়ে আছেন। সেখানে লোকজন জড়ো হয়ে দেখছেন। কিন্তু কেউ ধরছেন না। শুধু বলছেন, হাসপাতালে নিয়ে যান। পরে আমি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
এদিকে সংবাদ পেয়ে তাদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে জানা যায় দুর্ঘটনার শিকার দু’জন সম্পর্কে বাবা-ছেলে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।