ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : রাজধানীতে মাদক, চাঁদাবাজি, প্রতারণা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য দিয়েছে পুলিশ।
বার্তায় বলা হয়, মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতার অপরাধীরা হলেন— ইমরান (৩০), জনি খান (৩০), রাহাত (২২), রিপন (৩৫), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), গোলাপ (৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০) ও ইউসুফ (৪০)।
গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।