ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীতে অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযানে ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সজিব (২৬), আল আমিন (২৪), সজিব (২৮), হীরা (১৯), শান্ত (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২২), রাসেল (২১), রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম (২০), সুজন (২৮), ফারহান (২০), ফজলে রাব্বি (২০), ইমন (১৯), আল আমিন (১৯), সাব্বির (১৯) ও শাবনুর (২৭)।
এছাড়া রাজধানীর বাড্ডা এলাকা থেকে পেশাদার দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. তৈয়বুর মিয়া (২১) ও সানি আহমেদ সামির (২০)। এসময় তাদের হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রবিবার (২ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বাড্ডা থানার উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তৈয়বুর ও সানিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করা হয়েছে। তৈয়বুর ও সানি পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বাড্ডা ও আশেপাশের এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চুরি, মাদক, ধর্ষণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।