২৬ ফেরুয়ারী প্রথম ডোজ টিকা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এ কারনে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মোহম্মদপুর মা ও শিশু হাসপাতাল, শ্যামলী ২৫০ শয্যা টিবি ও অ্যাজমা হাসপাতাল, শিশু হাসপাতাল ও ইনিস্টিউটে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, মানসিক হাসপাতাল ও ইনিস্টিউটে টিকা নিতে আগ্রহীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
টিবি হাসপাতালে টিকা নিতে আসা রোকেয়া রহমান জানান, প্রথম টিকার ম্যাসেস পেয়েছেন, ৩০ জানুয়ারি। তাই এতো দেরিতে আসা।
বিএসএমএমইউতে টিকা নিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, তিনমাস আগে রেজিষ্ট্রেশন করে শনিবার ম্যাসেস পেয়েছি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশে ২১ লাখ ১১ হাজার ২৭৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৪৯ হাজার ৪৬২ জনকে প্রথম ডোজ এবং ১২ লাখ ৬৪ হাজার ৪৫৯ জনকে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ৩৫৭ জনকে। এ পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ২৭ ডোজ।