উত্তম চক্রবর্তী।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২২ খ্রিঃ) লক্ষ্যে তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি-২০২২) রাত ৮টার পর রাজগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় রাজগঞ্জ মিলনায়তন থেকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ এ তফসিল ঘোষনা করেন। ঘোষনাকৃত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ক্রয়/ বিক্রয়, জমা প্রদানের শেষ সময় (সকল পদে)- ২৫/১/২০২২ (মঙ্গলবার) ও ২৬/১/২০২২ (বুধবার) প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, রাজগঞ্জ মিলনায়তন, বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই- ২৭/১/২০২২ (বৃহস্পতিবার)। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ- ২৮/১/২০২২ (শুক্রবার)। প্রার্থীতা প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ- ২৯/১/২০২২ (শনিবার) ও ০৪/২/২০২২ (শুক্রবার) দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত রাজগঞ্জ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষনার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, সহকারি নির্বাচন কমিশনার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম চাকলাদার সহ রাজগঞ্জ এলাকার সুধী সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।