রাঙামাটির সদর উপজেলার খারিক্ষং এলাকা থেকে প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক ইউপিডিএফ কর্মীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী।
প্রশান্ত তঞ্চঙ্গ্যা গুইছড়ির বাসিন্দা মৃত চিরঞ্জীব তঞ্চঙ্গ্যার ছেলে।
পুলিশ ও নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার খারিক্ষ্যং এলাকার গুইছড়িতে নানিয়ারচর জোনের অধীনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে প্রশান্তকে নিজ বাড়ি থেকে ১টি পিস্তল, ২টি এম্যুনেশন, ৪টি নোটবুক, জাতীয় পরিচয়পত্রের কপি, করোনা ভ্যাকসিন কার্ডের কপি, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন, ২টি চাঁদার রসিদ বইসহ আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, সে আঞ্চলিক দলের ইউপিডিএফএর সক্রিয় কর্মী হয়ে চাঁদাবাজি, খুনের সাথে জড়িত ছিল।
এদিকে, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, খারিক্ষং থেকে একজনকে অস্ত্রসহ আটক হওয়ার খবর পেয়েছি।