ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর সই করা এক নির্দেশনায় বলা হয়েছে, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া অন্যান্য দিনে সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।
অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।
এই সময়সূচি অনুযায়ী রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।