ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫টায় এই গণইফতার অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এ সময় মঞ্জু বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা শঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ডে। এসকল বিষয়ের পেছনে অতীতে সরকারের মদদপু্ষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকতো। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোনো দলের সরকার না। তাদের মদদপুষ্ট সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শঙ্কামুক্ত হবে না? কেন এবারের রমজানে মানুষ নির্ভয়ে-নিরাপদে ইবাদাত বন্দেগী করতে পারবে না?
রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকে সরকারের জন্য পরীক্ষা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পরীক্ষায় সরকারকে পাশ করতে হবে, অন্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল।