ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪: পরিবহনে জনপ্রিয় অ্যাপ ‘যাত্রী’র সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবি’র এলিট গ্রাহকরা। এ বিষয়ে কোম্পানি দুটির মধ্যে সম্প্রতি চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এমওইউর আওতায় গাড়ি ভাড়া করার পাশাপাশি বাস বা লঞ্চের টিকিট কিনতে ১০ শতাংশ ছাড় পাবেন এলিট গ্রাহকরা। যাত্রী অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া ছাড়াও সহজে ও দ্রুত টিকেট কেনা যায়। এই সুবিধা পেতে ১২১৩ নম্বরে ‘EliteJatri’ লিখে একটি ফ্রি এসএমএস পাঠাতে হবে গ্রাহকদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র চট্টগ্রাম মেট্রোর সিনিয়র রিজিওনাল হেড, মো. তারিকুল ইসলাম; এরিয়া ম্যানেজার, মো. আল হাসান; জিটিএম ম্যানেজার মো. সালমান কায়সার। যাত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক, খন্দকার সোহানুর রহমান; ডেপুটি ডিভিশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন; এক্সিকিউটিভ মোহাম্মাদ মাইনুল হাসান।
আরও তথ্যের জন্য ভিজিট করুন: https://www.robi.com.bd/en/personal/robi-elite/elite-partners/jatri
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।