ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট :একসময় লোকে ধরেই নিয়েছিল যে আনুশকা যদি বিয়ে করেন, তাহলে রণবীর সিংকেই করবেন। কেননা বলিউডে পা রেখে রণবীরকেই প্রথম সিরিয়াস ডেট করেন আনুশকা। অন্যদিকে, রণবীরও কিন্তু এই প্রেমটা নিয়ে বেশ সিরিয়াস ছিলেন। কিন্তু হঠাৎই গন্ডগোল বাঁধে। রণবীর মন দেন নতুন নায়িকার দিকে। এতে করে সিঙ্গেল হয়ে যান আনুশকা। তবে ততদিনে আনুশকাকে মন দিয়ে ফেলেন বিরাট কোহলি। তাই রণবীরকে ছাড়ার পর বেশিদিন একা থাকতে হয়নি থাকে। কিন্তু জানেন কি কোহলির সঙ্গে প্রেমে থেকেও রণবীরের সঙ্গে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন আনুশকা?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। রণবীর তখন দীপিকা পাড়ুকোনের প্রেমে মগ্ন। অন্যদিকে কোহলির সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আনুশকা। হঠাৎই শোনা গেল বিচ্ছেদ হয়েও ফের একই ফ্রেমে দেখা যাবে আনুশকা ও রণবীরকে।
সত্যিই এক সিনেমার শুটিংয়ের জন্য মালদ্বীপে রওনা হলেন তারা। শুটিংও শুরু হলো। মালদ্বীপের নীল সমুদ্রের জলে অন্তরঙ্গ হয়ে রণবীর-আনুশকার একটি গান শুট হয়েছিল। যার বেশ কিছু দৃশ্য সোশাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল।
গসিপ ম্যাগাজিনে এসেছিল, সেই ছবি দেখে নাকি বেশ অসন্তুষ্ট হয়েছিলেন কোহলি। ফোনও নাকি করেছিলেন আনুশকাকে।
তবে কাজের খাতিরে রণবীরের সঙ্গে এ রকম দৃশ্যে অভিনয় করার বিষয়টি কোহলিকে বোঝাতে সক্ষম হন আনুশকা। তবে এখানেই কাহিনীতে টুইস্ট। হঠাৎই সিনেমার শুটিং বন্ধ। অজানা কারণেই সিনেমা বন্ধ করে দেন প্রযোজক।
শোনা যায়, রণবীরের সঙ্গে পারিশ্রমিক নিয়ে গন্ডগোল হওয়ার ফলেই নাকি মাঝপথেই বন্ধ হয় সিনেমার শুটিং। আনুশকা ফের ফিরে যান বিরাটের কাছে। আর রণবীর মন দেন দীপিকাকে।