বিয়ে করেছেন বলিউডের চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রাতে রণবীরদের বাড়ি বাস্তুতে বসেছিল বিয়ের আসর। সেখানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
এরপর ১৭ এপ্রিল হয় রিসিপশন। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউডের বহু তারকা।
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন রণবীরের সাবেক দুই প্রেমিকা দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফও। অতিথিদের সবার হাতেই ছিল উপহারের বাক্স। বাদ যাননি রণবীরের সাবেক দুই প্রেমিকাও। তারা কী উপহার এনেছিলেন এদিন?
ভারতীয় মিডিয়া সূত্রে খবর, রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন বর-কনের জন্য এক নামকরা বিদেশি ব্র্যান্ডের ঘড়ি উপহার দিয়েছেন, যার প্রতিটির দাম ১৫ লাখ টাকা! দীপিকা রণবীরের প্রতি তার গভীর বন্ধুত্বের মর্যাদা রেখেছেন। স্বামী রণবীরের সঙ্গে যৌথ ভাবে উপহার দেননি।
অন্যদিকে, রণবীর সিং এই বিয়েতে রণবীর কাপুরকে আলাদা উপহার দিয়েছেন। সে উপহারের মূল্য জানলে চোখ কপালে উঠবে। কাওয়াসাকি নিনজা এইচ টু আর- এই বাইকের মূল্য ৭৮ লাখ টাকা।
রণবীরের আরেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ অবশ্য তাকে কোনো উপহার দেননি। তিনি উপহার নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মী আলিয়া ভাটের জন্য। সাবেক প্রেমিকের স্ত্রী আলিয়াকে একটি প্ল্যাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছেন ক্যাটরিনা। যার দাম ১৪ রাখ টাকারও বেশি।
তবে ক্যাটরিনার বিয়েতে কিন্তু তাকে ঠিকই উপহার দিয়েছিলেন রণবীর কাপুর। দাওয়াতে যাননি, তবে ক্যাটরিনার জন্য লোক মারফত পাঠিয়েছিলেন ২ কোটি ৭০ লাখ টাকা দামের হিরার নেকলেস!