নিউজ ডেস্ক : অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা ছাড়ালো এক টন রডের দাম। রডের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিস্ময় ও হাতাশা প্রকাশ করেছে উৎপাদক ও ব্যবসায়ীরা। দাম বাড়ার ফলে কমেছে রডের বিক্রি। যার প্রভাব পড়েছে নির্মাণকাজেও ।
এদিকে কাঁচামালের দাম বাড়ার কারণেও কেউ কেউ কমিয়েছেন উৎপাদন। ফলে বাজারে একদিকে বাড়তি দাম, অন্যদিকে রডের সরবরাহ কমে গেছে।
ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিএসআরএমের ৬০ গ্রেড এক টন রড বিক্রি হচ্ছে ৯০ হাজার ৫০০ থেকে ৯১ হাজার টাকা, সপ্তাহখানেক আগে যা ছিল ৮৮ হাজার টাকা। একেএস ৮৮ থেকে ৮৯ হাজার টাকা, কেএসআরএম ৮৭ থেকে ৮৮ হাজার, জিপিএইচ ৮৭ থেকে ৮৮ হাজার, বন্দর ৮৮ হাজার ৫০০ থেকে ৮৯ হাজার ও কেএসএমএল ৮৭ থেকে ৮৮ হাজার টাকা টন বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের ধারণা, সামনে রডের দাম আরও বাড়তে পারে। তবে অনেক ব্যবসায়ী বলছেন, বিক্রি কমে যাওয়ায় কয়েকদিনের মধ্যে রডের দাম কমতেও পারে।
এদিকে নির্মাণকাজের সঙ্গে জড়িতরা জানান, শুধু রড নয়, গত কয়েকদিনে সিমেন্টের দামও অনেক বেড়েছে। কোম্পানিভেদে ৫০ কেজির এক বস্তা সিমেন্টের দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা।