খিলক্ষেতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ছাউনীর নিচে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তি পড়ে ছিলেন। তবে কেউ তার চিকিৎসার ব্যবস্থা না করে ভিডিও করছিলেন পথচারীরা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল পারভেজ কনস্টেবল রোকন ও নিয়ামতকে নিয়ে সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় কয়েকজন পথচারী ওই ব্যক্তির ভিডিও করছিলেন। তখন পুলিশ তাদের বলে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর আপনার ভিডিও করছেন! তার চিকিৎসা ব্যবস্থা করেন। এই কথা বলার পর সবাই সেখান থেকে চলে যায়। পরে ওই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন পুলিশ কর্মকর্তা রাসেল পারভেজ।
তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রী ছাউনীর নিচে ময়লাযুক্ত জামা ও লুঙ্গি পরা অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মাথা দিয়ে অঝোরে রক্ত পরতে দেখা যায়। মুখে দাড়ি ও ময়লাযুক্ত জামাকাপড় দেখে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে। কি কারণে তার মাথা দিয়ে রক্ত ঝরছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। কিন্তু আগে এই লোকটির চিকিৎসা দরকার তাই আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।
এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক অজ্ঞাতনামা লোকটির সংবাদ পেয়ে তার সব চিকিৎসা ফ্রিতে করার নির্দেশ দেন। এমনকি সরকারি মূল্য সিটিস্ক্যানের দুই হাজার টাকাও ফ্রি করে দেন বলে জানা গেছে।সূএ:বাংলাদেশ প্রতিদিন