ফাইল ফটো
জাতীয় পার্টি সাবেক মহাসচিব এবং রংপুর-১ আসনের এমপি মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা।
আজ রংপুর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন স্থগিত করা হয়।
মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। আজ বিকেল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়।
সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা।
মসিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাপা। রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাঙ্গা।