সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ৩ কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এতথ্য জানান।
স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সোমার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো: শাহাজাহান গাজী (৫০) ও মো: ইউসুফ জোয়াদ্দারকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট , ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪ হাজার ১১০টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই রাতে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলা চরচন্না এলাকা থেকে মাদক কারবারি মো: নাজিমকে (২৪) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার মাদক কারবারিদে বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।