ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মোঃ শাহাদাত হোসেন (২৪) নামে মাদক কারবারি আটক হয়।
আজ দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বিশকাটালি এলাকা থেকে মাদক কারবারি শাহাদাতকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার ৯৪০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটক ব্যক্তি ও মাদক দ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাধক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।