সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ মোহাম্মদ বাবু (৪০) নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার দিবাগত রাতে জেলার ফরিদগঞ্জ উপজেলার বর্ডারবাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বাবুকে গ্রেফতার করে।
বাবু পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসিন্দা এবং একজন চিহ্নিত মাদক কারবারি।
আজ সকালে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, অভিযানের সময় আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ হাজার ৫০টাকা নগদ ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল ও গ্রেফতার আসামিকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।