সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চাঁদপুর শহর ও সদরের মৈশাদী এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদকসহ সাদ্দাম খান (৩০), মামুন মাল (৩৮) ও মো. বাবুল (৬৮) নামে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
শনিবার রাত ১০টায় শহরের হাজী মহসীন রোড ও সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এসব মাদককারবারিদের গ্রেফতার করা হয়।
রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ তালিকাভুক্ত মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মৈশাদী এলাকা থেকে মাদককারবারি সাদ্দাম ও মামুনকে গ্রেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা। আরেক অভিযানে শহরের হাজী মহসীন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় বাবুলকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও নগদ তিন হাজার ৭৬০টাকা।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার ব্যক্তিদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।