যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নূর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না। জনগণ সেই ফণা ভেঙে দেবে।’

 

আজ শুক্রবার বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। ১৮ দফা সংস্কার থেকে ২৪ রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ যশোর জেলা। এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নূর।

 

আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে এমনটি যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা অপরাধ করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করব। কিন্তু যারা লুটপাট, গুম, খুন, ভিন্নমত দমন এবং বিরোধী রাজনীতির কারণে হামলা-নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।

 

আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে তবে দেশকে আরেকটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি-জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্নমত থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দেবে না।’

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে নুরুল হক নূর বলেন, ‘মাঝে মধ্যে আপনারা পলাতক নেত্রী-নেতাদের কথামতো ফণা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন; এটা ভুল করছেন। আপনারা যদি রাজনীতি করতে চান, তাহলে অন্য দলে যান। বিএনপি, জামায়াত, গণঅধিকার, এনসিপি যে দল ভালো লাগে সেই দলে যান। কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগে রাজনীতি করতে আর আমরা সুযোগ দেব না।’

 

জুলাই সনদ বিতর্ক তুলে গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, ‘শুধু সংস্কারের আলাপ, ঐকমত্য কমিশনের দুই মাস আলাপ করলাম, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতের প্রতিফলন হয়নি। জুলাই সনদে জনআকাঙ্ক্ষা পূরণ না হলে গণঅধিকার পরিষদ এতে স্বাক্ষর করবে না। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাব, দেশের স্বার্থে কিছু মত ছাড় দিয়ে হলেও সবাইকে ঐকমত্যে আসতে হবে।’

 

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল এবং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজ করছে। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং একটি বৈধ নির্বাচন। তবে নির্বাচন সংস্কার না হলে আবারও ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ফিরে আসবে।

 

দলের জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। সমাবেশটি পরিচালনা করেন যশোর জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন। সমাবেশে বৃহত্তর যশোরের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

» জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩টি দল

» ‘আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না’

» জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের টাকার বিনিময়ে কেনা যায়না: এ টি এম আজহারুল

» যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নূর

» দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর

» এ মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে: মির্জা ফখরুল

» প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ

» প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন- স্বাস্থ্য সচিব!

» লালপুরে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী’র মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নূর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না। জনগণ সেই ফণা ভেঙে দেবে।’

 

আজ শুক্রবার বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। ১৮ দফা সংস্কার থেকে ২৪ রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ যশোর জেলা। এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নূর।

 

আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে এমনটি যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা অপরাধ করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করব। কিন্তু যারা লুটপাট, গুম, খুন, ভিন্নমত দমন এবং বিরোধী রাজনীতির কারণে হামলা-নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।

 

আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে তবে দেশকে আরেকটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি-জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্নমত থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দেবে না।’

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে নুরুল হক নূর বলেন, ‘মাঝে মধ্যে আপনারা পলাতক নেত্রী-নেতাদের কথামতো ফণা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন; এটা ভুল করছেন। আপনারা যদি রাজনীতি করতে চান, তাহলে অন্য দলে যান। বিএনপি, জামায়াত, গণঅধিকার, এনসিপি যে দল ভালো লাগে সেই দলে যান। কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগে রাজনীতি করতে আর আমরা সুযোগ দেব না।’

 

জুলাই সনদ বিতর্ক তুলে গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, ‘শুধু সংস্কারের আলাপ, ঐকমত্য কমিশনের দুই মাস আলাপ করলাম, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতের প্রতিফলন হয়নি। জুলাই সনদে জনআকাঙ্ক্ষা পূরণ না হলে গণঅধিকার পরিষদ এতে স্বাক্ষর করবে না। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাব, দেশের স্বার্থে কিছু মত ছাড় দিয়ে হলেও সবাইকে ঐকমত্যে আসতে হবে।’

 

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল এবং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজ করছে। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং একটি বৈধ নির্বাচন। তবে নির্বাচন সংস্কার না হলে আবারও ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ফিরে আসবে।

 

দলের জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। সমাবেশটি পরিচালনা করেন যশোর জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন। সমাবেশে বৃহত্তর যশোরের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com