ফাইল ছবি
অনলাইন ডেস্ক:: গাইবান্ধার সদর উপজেলায় বিপুল চন্দ্র (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বিকেলে এতথ্য নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান। এর আগে ভোর ৫টার দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, ভোররাতে বিপুল চন্দ্রের ভাতিজা জোগেস চন্দ্রকে তার মাছ চাষের বিল থেকে একদল দুর্বৃত্ত আটক করেন এবং তার চাচা বিপুল চন্দ্রকে মোবাইল ফোনে বিলে ডাকতে বলেন। ভাতিজার ফোন পেয়ে বিপুল চন্দ্র বিলে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে খবর পেয়ে বিপুল চন্দ্রের মরদহে উদ্ধার মর্গে পাঠায় পুলিশ।
এব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, বিপুল চন্দ্র চিহ্নিত ডাকাত দলের সদস্য ছিলেন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।