অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ:
“আকাশে সেদিন কোনো মেঘ ছিল না। বাতাস বইছিল না। চারপাশের সবকিছুই শান্ত ছিল। আমরা সবাই বনের ভেতরের পাখির কাকলী শুনতে পাচ্ছিলাম। যুদ্ধকে মনে হচ্ছিল অনেক দূর-দেশের কিছু, যেটার আমাদের সাথে করার কিছুই ছিল না। পাহাড়ে ওঠার সময়ে আমরা গান গাচ্ছিলাম। কেউ কেউ পাখির ডাকের অনুকরণ করছিলাম।
কিন্তু সত্য ছিল যে, সেই নিখুঁত সকালে তখনো যুদ্ধ চলছিল।”
সূূএ:ডেইলি-বাংলাদেশ ডটকম