যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলেও বাঁচার পথ খুঁজে নেব : ইরান প্রেসিডেন্ট

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচির আলোচনায় কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে।

 

সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।

 

তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সপ্তাহ শেষের পরমাণু আলোচনাকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন।

 

এই আলোচনা দীর্ঘদিনের পরমাণু বিতর্ক নিষ্পত্তির লক্ষ্যেই চলছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি কোনো নতুন পরমাণু চুক্তি না হয়, তাহলে ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হতে পারে।

 

পেজেশকিয়ান বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে, এমন না যে তাহলে আমরা যেন না খেয়ে মরবো। আমরা বাঁচার পথ খুঁজে নেব।’ এই আলোচনায় উভয় পক্ষের জন্যই ঝুঁকি অনেক।

 

ট্রাম্প চান ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিতে। কারণ, ইরানের সক্ষমতা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে। তারা চায় তাদের তেল-নির্ভর অর্থনীতির ওপর থাকা ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক।

 

গত সপ্তাহে ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পঞ্চম দফা আলোচনা শেষ করেন। কিছু সীমিত অগ্রগতির ইঙ্গিত মিললেও এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে।

 

ইরান তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান কখনোই এটা মেনে নেবে না।

 

তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তির সম্ভাবনাকেও ইরান নাকচ করে দিয়েছে এবং সংবাদমাধ্যমে যে প্রাথমিক চুক্তির কথা বলা হচ্ছে, তা শুধুই গুজব।

 

বাঘাই জানিয়েছেন, আলোচনার ষষ্ঠ দফার সময়সূচি সম্পর্কে ওমান মধ্যস্থতাকারী হিসেবে বিস্তারিত জানাবে বলে তারা অপেক্ষা করছে। তিনি বলেছেন, যদি আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছা থাকে, তাহলে আমরাও আশাবাদী। কিন্তু যদি এই আলোচনা ইরানের অধিকার খর্ব করার উদ্দেশ্যে হয়, তাহলে এর কোনো ফল বয়ে আনবে না।   সূত্র : রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপুর্ণ অংশগ্রহণ ছিল : আফরোজা আব্বাস

» আমরা জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না : এ্যানি

» ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৪ সেপ্টেম্বর

» সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার

» জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল’ অনিয়ম আর নাটকিয়তায় শেষ হলো ফাইনাল

» পলাশে প্রেসক্লাবের পক্ষ থেকে ৪৯  শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

» বাগেরহাটে পেঁপে চাষে কৃষকের ভাগ্য বদল  ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি     

» এনার্জিপ্যাকের চতুর্থবারের মত সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন

» বাগেরহাটে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ: “মাজাই বাজার” উদ্বোধন

» দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলেও বাঁচার পথ খুঁজে নেব : ইরান প্রেসিডেন্ট

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচির আলোচনায় কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে।

 

সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।

 

তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সপ্তাহ শেষের পরমাণু আলোচনাকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন।

 

এই আলোচনা দীর্ঘদিনের পরমাণু বিতর্ক নিষ্পত্তির লক্ষ্যেই চলছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি কোনো নতুন পরমাণু চুক্তি না হয়, তাহলে ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হতে পারে।

 

পেজেশকিয়ান বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে, এমন না যে তাহলে আমরা যেন না খেয়ে মরবো। আমরা বাঁচার পথ খুঁজে নেব।’ এই আলোচনায় উভয় পক্ষের জন্যই ঝুঁকি অনেক।

 

ট্রাম্প চান ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিতে। কারণ, ইরানের সক্ষমতা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে। তারা চায় তাদের তেল-নির্ভর অর্থনীতির ওপর থাকা ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক।

 

গত সপ্তাহে ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পঞ্চম দফা আলোচনা শেষ করেন। কিছু সীমিত অগ্রগতির ইঙ্গিত মিললেও এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে।

 

ইরান তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান কখনোই এটা মেনে নেবে না।

 

তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তির সম্ভাবনাকেও ইরান নাকচ করে দিয়েছে এবং সংবাদমাধ্যমে যে প্রাথমিক চুক্তির কথা বলা হচ্ছে, তা শুধুই গুজব।

 

বাঘাই জানিয়েছেন, আলোচনার ষষ্ঠ দফার সময়সূচি সম্পর্কে ওমান মধ্যস্থতাকারী হিসেবে বিস্তারিত জানাবে বলে তারা অপেক্ষা করছে। তিনি বলেছেন, যদি আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছা থাকে, তাহলে আমরাও আশাবাদী। কিন্তু যদি এই আলোচনা ইরানের অধিকার খর্ব করার উদ্দেশ্যে হয়, তাহলে এর কোনো ফল বয়ে আনবে না।   সূত্র : রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com