সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করতে চান তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে- এমন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এই অবস্থায় ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ‘আমরা শুনতে পেয়েছি, যারা এনসিপি করতে চান তাদের ভয়—ভীতি দেখানো হচ্ছে। আর যারা ভয় দেখাচ্ছে তাদেরকে প্রশাসনও সহায়তা করে।’
উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এনসিপির কমিটি গঠনের আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘পা-চাটা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। আমরা জানি প্রশাসনের মধ্যে একটি নিরপেক্ষ অংশ আছে, যায় চায় একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক। একটি সুবিধাবাদী চক্র নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। এনসিপি যে আন্দোলনের ডাক দিয়েছে তার মধ্যদিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা যাবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন।’
সুনামগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘রাজা যায় রাজা আসে, সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না। আমার জানি, সুনামগঞ্জের ভূমি ৫ মাস চাষ করা যায়। আর ৫ মাস থাকে পানির নিচে। একবার ফসল ফলিয়ে ১২ মাস বসে খেতে হয়। এই অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে। স্থানীয় পর্যায়ে আপনারা সংগঠনকে সু-সংগঠিত করুন।’
এর আগে শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন নেতৃবৃন্দ।