ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী সিএনজিতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে মারাদেওরা চৌড়াবাড়ির সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতরা হলেন হাসাদ হোসেন (১৮), আবুল কাশেম (৫০) ও আশিক মিয়া (২০)। হাসাদ ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র। কাশেম নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের নব্বে আলীর পুত্র ও আশিক শেরপুর জেলার নকলা উপজেলার হাতুগাও গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র।
এ ঘটনায় আরও দুই জন গুরুতর হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফুলপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, গৌড়দ্বার থেকে যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পরে মারাদেওরা এলাকায় পৌঁছালে শেরপুরগামী একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।