ফাইল ফটো
অনলাইন ডেস্ক : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা রেলগেইটে নিলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন।
আজ দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা-মুখী নিলাচল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৯০৯১) বাসটি খিলা বাজারের দক্ষিণ পাশে রেলগেট এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়।
এসময় অটোর যাত্রী মনোহরগঞ্জ উপজেলার সাতেস্বর গ্রামের শাহ আলম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোচালক বাদল (১৮) এবং তার বাবা বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমান (৬০)। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাদল মারা যান।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’