যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা০৯ আগস্ট ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি এর উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও জেইউএসটি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারটি প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস ইনিশিয়েটিভ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত ব্যাংকিং সেবা প্রদানের একটি আধুনিক ও কার্যকরী ধারণা।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, সচেতনতা বৃদ্ধি, সুপরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মোহসীন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের প্রেক্ষাপটে আর্থিক অন্তর্ভুক্তি, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।

 

সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’তরুণ শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংকের একটি বিশেষায়িত ব্যাংকিং সেবা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখা হয়, যার মাধ্যমে তারা আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান।

 

সেমিনারে যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

 তিনি তাঁর বক্তব্যে প্রাইম ব্যাংকের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়্যাবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তাঁরা প্রাইম ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, উদ্ভাবনী ব্যাংকিং সেবা, এবং তরুণদের জন্য কাস্টমাইজড পণ্য ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁরা আর্থিক সাক্ষরতা, নেতৃত্ব বিকাশ এবং যুব উন্নয়নে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন যবিপ্রবির স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স অফিসের পরিচালক ড. মো. রফিউল হাসান। তিনি শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সঠিক আর্থিক জ্ঞানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

সেমিনার শেষে প্রাইম ব্যাংক ও যবিপ্রবি ভবিষ্যতে যৌথভাবে গবেষণা, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণে পারস্পরিক আগ্রহ প্রকাশ করে।

প্রাইম ব্যাংকের ‘প্রাইমএকাডেমিয়া’ হলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়ানস্টপ ব্যাংকিং সল্যুশন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ফি সংগ্রহ ব্যবস্থাপনা, পে-রোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড অ্যাকাউন্ট সল্যুশন একত্রে নিশ্চিত করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘কুলি’-তে রজনীকান্তের ১৫০ কোটি, আমিরের ১৫ মিনিটের জন্য ২৫ কোটি!

» ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: সিইসি

» এবার তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার

» ঢাবিতে ছাত্রশিবিরের কোনো হল কমিটি নেই: সেক্রেটারি

» মানবসেবা মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত করে: উপদেষ্টাড. আ ফ ম খালিদ হোসেন

» সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

» দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয় : মির্জা আব্বাস

» হাসপাতালে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছে তুষার : নীলা ইস্রাফিল

» মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৫ সমঝোতা স্মারক

» লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা০৯ আগস্ট ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি এর উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও জেইউএসটি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারটি প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস ইনিশিয়েটিভ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত ব্যাংকিং সেবা প্রদানের একটি আধুনিক ও কার্যকরী ধারণা।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, সচেতনতা বৃদ্ধি, সুপরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মোহসীন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের প্রেক্ষাপটে আর্থিক অন্তর্ভুক্তি, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।

 

সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’তরুণ শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংকের একটি বিশেষায়িত ব্যাংকিং সেবা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখা হয়, যার মাধ্যমে তারা আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান।

 

সেমিনারে যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

 তিনি তাঁর বক্তব্যে প্রাইম ব্যাংকের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়্যাবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তাঁরা প্রাইম ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, উদ্ভাবনী ব্যাংকিং সেবা, এবং তরুণদের জন্য কাস্টমাইজড পণ্য ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁরা আর্থিক সাক্ষরতা, নেতৃত্ব বিকাশ এবং যুব উন্নয়নে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন যবিপ্রবির স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স অফিসের পরিচালক ড. মো. রফিউল হাসান। তিনি শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সঠিক আর্থিক জ্ঞানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

সেমিনার শেষে প্রাইম ব্যাংক ও যবিপ্রবি ভবিষ্যতে যৌথভাবে গবেষণা, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণে পারস্পরিক আগ্রহ প্রকাশ করে।

প্রাইম ব্যাংকের ‘প্রাইমএকাডেমিয়া’ হলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়ানস্টপ ব্যাংকিং সল্যুশন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ফি সংগ্রহ ব্যবস্থাপনা, পে-রোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড অ্যাকাউন্ট সল্যুশন একত্রে নিশ্চিত করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com