লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যমুনা দূর্গম চরে একটি অসামাজিক অশ্লীল যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে পুলিশ।
জানাগেছে, যমুনার দূর্গম চর ইসলামপুর উপজেলার সংলগ্ন সারিয়াকান্দি সীমানা টগারচর এলাকায় প্রতিরাতে যাত্রার নামে অসামাজিক কার্যকলাপের খবর পায় পুলিশ। এ খবরে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম(সেবা) নির্দেশে বুধবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযানে চালিয়ে অসামাজিক অশ্লীল যাত্রা প্যান্ডেল পুড়ে দেয় থানা অফিসার ইনচার্জ সাইফল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, দুর্গম চর এলাকার যমুনা নদীর মধ্যবর্তী স্থানে টগারচর এলাকায় অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপের জন্য নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।