আ শ রা ফু ল ই স লা ম:
=================
জন্ম জন্মান্তরের পাপ
নাকি এ কিসের শাপ-অভিশাপ
জানি না এ কেমন অক্ষমতা আমার
এ কোন দূর্বলতায় হানে করাঘাত
মনে মনে এ কেমন ভাবনা আমার
যদি কখনও পথ হারিয়ে যায়
পথ যেন খুঁজে নেয় আমায়?
জানি এখন চরম দুঃসময়
চারিদিকে শুনি ঝরা পাতার গান
নীতি নৈতিকতা এখন কেতাবী ফরমান
হিংসা ক্রোধ আর ঘৃণার আবাদ চলমান
প্রতিহিংসার নামে জ্বলে ওঠা যেমন
দূর্বল ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার কামান।
জানি আমাকে নি:স্ব করার এক ভয়ংকর
খেলা তোমার; আফসোস নেই তাতে
যাও নিয়ে যাও এখনও অবশিষ্ট যা কিছু আছে আমার
বলতে পারো, কিইবা আছে তোমার?
একটুখানি মেকি ভালবাসা আর নিজেরই মত করে
গড়ে তোলা কিছু অক্ষমতার অহংকার।
তবে এও সত্য
কোনদিনই আমি ছিলাম না রিক্ত
তোমার মত; কেননা তোমার প্রেমের কড়া ইশতেহার
লুকানো ছিল আমার বুকের ভেতর সযতন।
লেখেছি কত বেনামি উড়ো চিঠি
জানিনা পৌছেছে কার ঠিকানায়
তবে এতসব আনন্দ আয়োজন সবই বৃথা
আজ তোমাকে ছাড়া
তাইতো আমাকে নি:স্ব করে যাওয়ার এখনই সময়
কারণ এখন আমার বড়ই দু:সময়।
Facebook Comments Box