সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পরিত্যক্ত অবস্থায় মাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১০ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজারস্থ কাঠপট্টির মজিবুর সরদারের কাঠের গোডাউন ও মহসিন কাজীর দোকানের মাঝখানে পরিত্যক্ত ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বুধবার দিবাঁগত রাতে টঙ্গীবাড়ি থানার একটি টিমের অভিযান চলমান থাকে। অভিযান চলাকালে তারা কাঠের গোডাউন ও দোকানের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল দেখতে পায়।
তিনি আরও জানান, এসময় ইউএসএ লেখা বিদেশী পিস্তল, ম্যাগজিন ও পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।